আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের বিজি নগরীতে একটি নির্মাণস্থলে সোমবার ভূমিধসের ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার।
বিজির পৌরসভা সরকার জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে।
তারা আরো জানায়, এ ঘটনায় আরো ৪ জন খাঁজ রয়েছেন। জরুরি, দমকল ও জননিরাপত্তা বিভাগের এক হাজারেরও বেশি লোকবল নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে পৌঁছেছে।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধার প্রচেষ্টা দেখভালের জন্য কর্মীদের পাঠিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।