Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: চীনের হেনান প্রদেশের এক মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুন) স্থানীয় সময় রাত তিনটায় এখানে আগুন লাগে। ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আর এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কী কারণে আগুন লেগেছিল তা জানা যায়নি। প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।