জুমবাংলা ডেস্ক : চীনের বাজারে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা কাজে লাগিয়ে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত রপ্তানি আয় করা সম্ভব হবে বলে মনে করেন বাণিজ্য মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী স্কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।
শনিবার (২৫ জুলাই) রিসারজেন্ট বাংলাদেশ আয়োজিত ‘কোভিড-১৯ সময়ে আন্তর্জাতিক বাণিজ্য: বাংলাদেশে-এর প্রভাব এবং উত্তরণ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মত ব্যক্ত করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘গত অর্থবছরে আমাদের রপ্তানি আয় ছিল ৪৫ বিলিয়ন মার্কিন ডলার এবং এ বছর সেবা খাতসহ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি পণ্য ও রপ্তানিবাজার বহুমুখীকরণ করতে হবে। বেসরকারি খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘করোনার ফলে আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তার প্রভাব আমাদের অর্থনীতিতেও পড়েছে।’
চীনের বাজারে বাংলাদেশের ৮ হাজার ২৬৫টি পণ্যের শুল্কমুক্ত রপ্তানির সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এর মাধ্যমে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত রপ্তানি আয় অর্জন করা সম্ভব হবে।’
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা আরো বলেন, ‘সরকার কয়েক দফায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যা আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করবে।’
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ। প্রবন্ধে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংক ২০২০ সালে আন্তর্জাতিক বাণিজ্য যথাক্রমে ৩% থেকে ৩.৯% কমে যাওয়ার প্রাক্কলন করেছে। অন্যদিকে, এডিবি মনে করে, বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক জিডিপি ৫.৮ থেকে ৮.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার কমে যেতে পারে।
ডিসিসিআই’র সভাপতি বলেন, ‘বিশ্বের বেশকিছু বড় কোম্পানি চীন থেকে তাদের কারখানা এবং ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এটি আমাদের দেশের জন্য বড় সুযোগ। এ সুযোগ কাজে লাগাতে আমাদেরকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্বল্পন্নোত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ হলে আমাদের পণ্যের ওপর ১২ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যেখানে ভিয়েতনাম শূন্য শুল্ক সুবিধা নিয়ে পণ্য রপ্তানি করবে। এটি আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়।’
তিনি বলেন, ‘স্বল্পন্নোত দেশ থেকে বাংলাদেশের উত্তরণে মূল্যায়ন, যেটি ২০২১ সালে হওয়ার কথা, তা ৩-৪ বছর পিছিয়ে দেওয়ার বিষয়টি সরকার চাইলে চিন্তা করতে পারে। স্বল্পন্নোত দেশ থেকে আমাদের উত্তরণের পর আরো কয়েক বছর বর্তমান সুবিধা বহাল রাখার আহ্বান জানাতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।