আন্তর্জাতিক ডেস্ক : চীনের জিয়াংসু প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৬ জন।
সিনহুয়া জানায়, শনিবার সকালে চাংচুং-শেনজেন মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেইনে ঢুকে পড়ে। এসময় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে ৬৯ জন এবং ট্রাকে তিনজন আরোহী ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাসটির সামনের দিকের একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


