আন্তর্জাতিক ডেস্ক: চীন ও হংকংয়ের ২৪ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর সিএনএন’র।
বেইজিংয়ের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিনের বৈঠক সামনে রেখে এ নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র। হংকংয়ে চীন সরকারের সাম্প্রতিক ধরপাকড়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সরকারের এমন সিদ্ধান্ত এসেছে।
চলতি সপ্তাহের শেষ দিকে আলাস্কায় চীন কূটনীতিকদের সঙ্গে ব্লিংকিনের বৈঠক হওয়ার কথা রয়েছে।
হংকং স্বায়ত্তশাসন আইন (এইচকেএএ) অনুসারে নতুন এই নিষেধাজ্ঞা শাস্তি দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের মধ্যে চীনের শীর্ষ নীতিনির্ধারণী কমিটি পলিটব্যুরোর সদস্য ওয়াং চেন এবং হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের খসড়া প্রণয়নকারী টাম ইউ-চুংও রয়েছেন।
বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা তালিকায় থাকা অনেকের নাম সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞায়ও ছিল।
এর আগে হংকংয়ের নেতা ক্যারি লামের বিরুদ্ধেও এইচকেএএ আইনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
তিনি বলেন, এতে বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। বাসায় নগদ অর্থ মজুদ করে রাখতে হচ্ছে। কারণ ব্যাংকগুলো তার সঙ্গে কোনো ব্যবসা করতে চায় না।
এক বিবৃতিতে ব্লিংকিন বলেন, হংকংয়ের গণতন্ত্রের ওপর বেইজিংয়ের চাপিয়ে দেওয়া নতুন বিধিনিষিধের কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।