আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান শহর থেকে এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। সেই উহান শহর থেকে জ্বরে আক্রান্ত হয়ে তাইওয়ানে ফেরার পর ভ্রমণের তথ্য গোপন করার অপরাধে এক ব্যবসায়ীকে (৫০) দণ্ডিত করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীকে শুক্রবার ১০ হাজার ডলার জরিমানা করা হয়। তাকে তিন বছরের জন্য কারাগারে পাঠানোর সিদ্ধান্তও আসতে পারে বলে জানিয়েছে তাইওয়ানের সংবাদমাধ্যম তাইওয়ান নিউজ।
কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল আইনের অধীনে তাকে এ শাস্তি দেওয়া হয়।
গত ২০ জানুয়ারি তিনি হুয়ান প্রদেশে অবস্থানকালে জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি ওষুধ খেয়ে কিছুটা সুস্থ ছিলেন।
তাইওয়ানে ফিরে আসার সময় বিমান বন্দরের থারমাল স্ক্রিনিং তিনি কোনো সমস্যা ছাড়াই পার হয়ে যান।
জানুয়ারির ২৩ তারিখ তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে যান। এ সময় সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে হুয়ান প্রদেশে গিয়ে জ্বরে ভোগার তথ্য ডাক্তারের কাছে গোপন করেছিলেন।
তাইওয়ানে ফিরে তিনি একটি নৃত্যশালায় গিয়েছিলেন। পরে সেই নৃত্যশালার একজন অসুস্থ হয়ে পড়লে চাপের মুখে ওই ব্যবসায়ী তার ভ্রমণের তথ্য স্বীকার করেন। এজন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, শেষ কয়েকদিন ওই ব্যবসায়ীর সঙ্গে যাদের সরাসরি যোগাযোগ হয়েছে তেমন ৮০ জনেরও বেশি মানুষকে নজরদারিতে রাখা হয়েছে। এর মধ্যে তার পরিবারের পাঁচ সদস্য, কর্মচারী এবং নৃত্যশালার গ্রাহকরা রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।