আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ বলেছেন, তালেবানের সহিংসতা- সংঘর্ষ বৃদ্ধি সত্ত্বেও আফগান এ গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সই করার কাছাকাছি অবস্থায় রয়েছে।
তিনি বলেন, এ চুক্তি সই হলে আফগানিস্তানের সংঘর্ষ কমে যাবে এবং আফগান বিভিন্ন গোষ্ঠী নিজেদের মধ্যে শান্তি আলোচনা অব্যাহত থাকবে।
আফগানিস্তানের কৌশলগত কন্দুজ শহরে তালেবান নতুন করে ব্যাপক আকারে হামলা চালানোর পর গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে এসব কথা বলেছেন মার্কিন কূটনীতিক খলিলজাদ। তিনি জানান, কাতারের রাজধানী দোহায় সম্প্রতি তালেবান ও যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ দফা আলোচনা সম্পন্ন করেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং আফগান তালেবানের মধ্যে শান্তি চুক্তি হলে সম্মানজনক এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠী একসঙ্গে আলোচনা করতে পারবে।
এর মাধ্যমে ঐক্যবদ্ধ ও সার্বভৌম আফগানিস্তান প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি দাবি করেন, এমন আফগানিস্তান প্রতিষ্ঠিত হলে তা যুক্তরাষ্ট্র, তাদের মিত্র এবং অন্য কোনো দেশের জন্য হুমকি হবে না। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে আলোচনা চলছে তাতে আফগান সরকারকে রাখা হচ্ছে না। এ নিয়ে আফগান সরকারের ভেতরে ক্ষোভ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।