বিনোদন ডেস্ক : চুপিচুপি বিয়ের পর্ব সেরে ফেললেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। পাত্র বি-টাউনেরই। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা।
শুক্রবার (০৪ জুন) সবাইকে চমকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। পোস্ট করেছেন বিয়ের ছবি। কোভিড আবহে শুধু ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ইয়ামি গৌতম।
অভিনেত্রী টুইটারে লিখেছেন, ‘পরিবারের আশীর্বাদ নিয়ে আমরা সাতপাকে বাঁধা পড়লাম। বিয়ের অনুষ্ঠানে শুধু পরিবারের লোকজনই উপস্থিত ছিলেন। আমাদের এই ভালোবাসা ও বন্ধুত্বের যাত্রাপথে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য।’
অভিনেত্রীর এই পোস্টের নিচে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তার বি-টাউনের বন্ধু-বান্ধব ও অনুরাগীরা।
প্রসঙ্গত, ‘উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ইয়ামি ও আদিত্য। এ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আদিত্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।