জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গা গত কয়েকদিন তাপমাত্রা কম থাকলেও আজ মঙ্গলবার বেড়েছে তাপমাত্রা। এদিকে কুয়াশার তীব্রতাও বেড়েছে। গতকাল বিকাল ৪টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত তীব্র কুয়াশায় ঢেকে ছিল জেলার চারপাশ।
শীতের কুয়াশার কারণে মানুষ বাইরে বের হতে দেখা যায়নি। এতে বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। আজ সকাল ৬টায় ও ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সকল ৬টায় কুয়াশার দৃষ্টিসীমা সকাল ৮০০ মিটার ও সকাল ৯টায় ছিল ৩০০ মিটার বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে।
এদিকে কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে কৃষি সম্পসারণ অধিদপ্তর। এছাড়াও এই শীতে জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।