লাইফস্টাইল ডেস্ক : হেনার সঙ্গে কারি পাতা মিশিয়ে চুলে লাগালে বেশ উপকার পাওয়া যায়। এই পাতা চুলের প্রাকৃতিক রং ধরে রাখে। চুলের সমস্যাকে নিয়ন্ত্রণ রাখতেও বিশেষ ভূমিকা রাখে এই পাতা। তাই হেনা এবং কারি পাতা দিয়ে বানিয়ে নিতে পারেন হেয়ার মাস্ক।
এই হেয়ার মাস্ক তৈরি করতে এক মুঠো কারি পাতা নিন। এগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। তারপর পাতাগুলি গ্রাইন্ড করুন। কারি পাতার এই গুঁড়ার সঙ্গে হেনা পাউডার মেশান। উপাদানগুলোর সঙ্গে পরিমান মতো পানি মেশালেই তৈরি হেয়ার মাস্ক । আপনি চাইলে এই হেয়ার প্যাকে সামান্য নারকেল তেল মিশিয়ে দিতে পারেন।
প্যাকটি চুলে লাগানো খুবই সহজ। কোন ধরনের ঝক্কি ঝামেলা নেই। ধীরে ধীরে চুলের গোড়ায়, স্ক্যাল্পে এবং চুলে লাগিয়ে নিন। ৪৫ মিনিট থেকে ১ঘন্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। তবে কন্ডিশনার লাগাতে কিন্তু একেবারেই ভুল করা যাবে না। সপ্তাহে এক থেকে দুই দিন এই হেয়ার প্যাকটি লাগতে পারেন। এই মাস্কটি সবাই ব্যবহার করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।