লাইফস্টাইল ডেস্ক : বিশেষ কোনও অনুষ্ঠানে ঠিকমতো চুল বাঁধাটাও খুব জরুরি। নয়ত সাজটাই মাটি হয়ে যায়। চুল সাজানোর জন্যও নানা ধরনের অ্যাকসেসরিজ মেলে বাজারে। তা দিয়ে চুল বাঁধতেই পারেন। তবে অন্যরকম সাজতে চাইলে তাজা ফুলের চেয়ে ভাল গয়না আর কিছু নেই। সে খোঁপায় জুঁই বা বেলফুল, যাই দিন না কেন, ভিড়ের মাঝেও আপনাকে আলাদা লাগবেই। ফুলের তৈরি টায়রা বা মুকুটও পরতে পারেন।
ভারতীয় মেয়েদের চুলে ফুলের গয়না পরার ইতিহাস কিন্তু বহু পুরনো। বিশেষ করে দক্ষিণ ভারতীয় মেয়েদের প্রাত্যহিক জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ফুলের অলঙ্কার। বাঙালি মেয়েরাও বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে চুলে ফুলের গয়না পরতে ভালবাসেন। কীরকম পোশাক পরছেন, তার উপর নির্ভর করে আপনি কীরকম ফুলের ব্যবহার করতে পারেন খোঁপায়। ধরুন আপনার পোশাক খুব গর্জিয়াস, সেক্ষেত্রে ফুলের সরু কোনও মালা পরুন। আর পোশাক ম্যাট ফিনিশের হলে একটু বড় ফুলের মালা খোঁপায় জড়িয়ে নিন। বেলফুলের মালা অবশ্যই সবসময়ে প্রথম পছন্দের হয়। ফুলের সুগন্ধে ভরে থাকবে আপনার চারপাশ। আপনি চাইলে নানারকমের গোলাপ ফুল দিয়ে মালা বানিয়ে খোঁপায় লাগাতে পারেন। অথবা অর্কিড দিয়েও চুল বাঁধতে পারেন।
ফিউশন পোশাকের সঙ্গে বাহারি হেয়ারস্টাইলের জন্য জুঁইফুলের মালা ব্যবহার করতে পারেন। আর, একটু বোহো লুক তৈরির জন্য সাধারণ ওয়েস্টার্ন ক্যাজুয়ালস পরুন আর মাথায় বেঁধে নিন আপনার পছন্দের ফুলের তৈরি ফ্লোরাল টায়রা বা হেয়ার রেথ। দেখবেন, আপনার এই লুক সুপারহিট হয়ে যাবে। সেই সঙ্গে বশে থাকবে আপনার কপালের চারপাশে ঝুলে থাকা অবাধ্য চুলের রাশও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।