জুমবাংলা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলায় আজ ভর্তুকি মূল্যে ৩০ জন কৃষকের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
এসব কৃষি যন্ত্রপাতি হচ্ছে- পাওয়ার ট্রিলার ২০টি, কম্বাইন হার্ভেস্টার ৩টি, রাইস ট্রান্সপ্লান্টার ২টি, রিপার ১টি ও পাওয়ার থ্রেসার ৪টি। ৩০ জন কৃষক ভর্তুকী মূল্যে এই সুবিধা পেয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলা চত্বরে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।১ কোটি ৪২ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মোট টাকার ৫০ভাগ কৃষক ভর্তুকী প্রদান করবে। বাকী ৭১ লাখ টাকা সরকার ভর্তুকী প্রদান করবে।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন চুয়াডাঙ্গার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের ভর্তুকী মূল্যে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ প্রমুখ। চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষকরা কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।