Advertisement
জুমবাংলা ডেস্ক: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে আজ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে বেলা ১১টায় সর আলোচনাসভা, চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসন , আওয়ামী লীগ,যুবলীগ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।