লাইফস্টাইল ডেস্ক : আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন চোখের নিচে কালো দাগ পড়েছে। আবার মনে হচ্ছে একটু ফোলাও। যাকে আই ব্যাগ বলে। এখন উপায়? কি করবেন চিন্তায় পড়ে গেলেন।
চিন্তার বিষয় হলেও খুশির খবর হলো এর থেকে বাঁচার কিছু উপায় আছে। এমনকি আপনার ঘুম কম হলেও। একটি অনলাইন পোর্টাল ‘গুড টু নো’থেকে কয়েকজন বিশেষজ্ঞের টিপস এখানে তুলে ধরা হলো।
প্রথমে জেনে নেওয়া যাক কেনো চোখের নিচে কালি পড়ে?
চোখের নিচে কালি পড়ার সবচেয়ে সাধারণ কারণ হলো ঠিকঠাক ঘুম না হওয়া। চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ মেরি সোমারল্যাড বলেছেন, ঘুমের অভাবে আপনাকে ফ্যাকাশে দেখাতে পারে। অর্থৎ আপনার ত্বকের নীচের কালো টিস্যু এবং রক্তনালীগুলি আরো স্পষ্ট হয়ে ওঠে।
শুধু যে ঘুমের কারণে তা নয়। জেনিভিভ নডেল একজন লেজার এবং ত্বক বিশেষজ্ঞ জানিয়েছেন, চোখের নিচে কালো দাগ রোদে বের হওয়ার ফলে হাইপারপিগমেন্টেশনের কারণে হতে পারে এবং চোখের চারপাশে এপিডার্মাল পিগমেন্ট হিসাবে দেখা দিতে পারে। আবার আপনার যদি আয়রণের মাত্রা কম থাকে এবং রক্তশূন্যতা থাকে তাহলেও হতে পারে।
কীভাবে প্রতিরোধ করবেন?
চোখের নিচে কালো দাগ দূর করার জন্য বিশেজ্ঞরা বলেছেন টিকঠাক ঘুমাতে, ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে, হাইড্রেটেড থাকা বা বেশি বেশি পানি পান করতে এবং একটি ভালো স্কিন কোয়ার রুটিন মেনে চলতে।
অনেক ধরনের উপায় আছে চোখের নিচের কালি দূর করার জন্য। কিছু চিকিৎসাও আছে। আপনার জন্য যেটি সহজ যেটি বেছে নিবেন। নিতে পারেন ত্বক বিশেজ্ঞদের পরামর্শও।
কেমিক্যাল বা রাসায়নিক পিল
বিষেজ্ঞের মতে কেমিক্যার বা রাসায়নিক পিল এটির জন্য খুব ভালো। কারণ এতে অ্যাসিড থাকে যা সূর্য থেকে হওয়া ক্ষতি দূর করে এবং ত্বককে শক্তিশালী করে তোলে। চোখের নিচের ত্বকের জন্য নির্দিষ্ট কেমিক্যাল বা রাসায়নিক পিল বেছে নিলে ত্বক উজ্জ্বল করবে। কালো গোল দাগ, সূক্ষ্ম রেখার উপস্থিতি কমিয়ে দেবে এবং চোখের চারপাশ সতেজ করবে। এ ছাড়া মরা কোষ তুলে নতুন কোষ বের করবে যা ত্বকের টোন বা পিগমেন্টকে হলকা করে।
সাইস্পেরা
সাইস্পেরা হলো একটি বায়োলজিক্যাল ডিপিগমেন্টিং চিকিৎসা যা হাইপারপিগমেন্টেশনে আক্রান্তদের জন্য বিস্ময়কর ভাবে কাজ করতে পারে। বিষেজ্ঞের মতে এত থাকা সক্রিয় উপাদানটি সিস্টেমাইন। সিস্টামাইন ত্বকে মেলানিনকে নিয়ন্ত্রণ করে।
লেজার চিকিৎসা
চোখের নিচের কালো দাগ দূর করার জন্য লেজার চিকিৎসাও হতে পারে বেশ কার্যকরী একটি উপায়। এই পদ্ধতিতে চোখের নিচের ত্বকের কোনো ক্ষতি হয় না।
সূত্র : দ্য সান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।