আন্তর্জাতিক ডেস্ক : চোরকে চাকরি দিতে চান এক রেস্তোরাঁর মালিক। নিজের প্রতিষ্ঠানে চুরি করতে আসা চোরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। জর্জিয়ার ডায়াবলো’স সাউথওয়েস্ট গ্রিল রেস্তোরাঁর মালিক এই অনন্য নজির স্থাপন করেছেন।
সাধারণত চোর ধরা পড়লে লোকে কী করে! হয় নিজেরা সামান্য উত্তম-মধ্যম দেয়, নাহলে সরাসরি পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু জর্জিয়ার ডায়াবলো’স সাউথওয়েস্ট গ্রিল রেস্তোরাঁর মালিক অন্য ধাতুতে গড়া। নিজের প্রতিষ্ঠানে চুরি করতে আসা ব্যক্তিকে তিনি ক্ষমা তো করেছেনই, সাথে তাকে কাজ জুটিয়ে দেবার আবেদন করে অনন্য নজির স্থাপন করেছেন।
খাবারের দোকানটির ভাঙা দরজার ছবি দিয়ে কার্ল ওয়ালেস ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কোন পুলিশকে ডাকা হবে না, কোন প্রশ্নও করা হবেনা। বরং আসুন আমরা বসে কথা বলি যে আপনাকে কীভাবে সাহায্য করা যায় এবং এ পথ থেকে ফিরিয়ে আনা যায়।’