অর্থনীতি ডেস্ক : ভারতের বাজারে ক্যান্সারের যেসব ওষুধ পাওয়া যাচ্ছে তা কেবল চীনের নয়। বাংলাদেশ থেকে চোরাই পথে যাওয়া ক্যান্সারের প্রতিষেধক ভারতের বাজারে পাওয়া যাচ্ছে।
বিষয়টি উল্লেখ করে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইম।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, এখন শুধু চীন নয়, বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র থেকে চোরাই পথে অবৈধ ওষুধ ঢুকছে ভারতে। ওষুধের এ “অবৈধ” আমদানি ভারতীয় ওষুধ প্রশাসনের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। এসব অবৈধ পণ্য কেবল রাজস্বকেই প্রভাবিত করছে না, রোগীদের জন্যও ঝুঁকিপূর্ণ বলে আশংকা করা হচ্ছে।
বিদেশি সরবরাহকারীদের সাথে রোগীদের সংযোগকারী ইকরিস ফার্মা নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রবীণ সিক্রি বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী অগ্রহণযোগ্য ওষুধ পাচার করে বেআইনিভাবে ভারতে বিক্রি করছে। এতে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে রোগীদের।
এ জাতীয় ওষুধ ব্যবহার করা হলে চিকিৎসার প্রত্যাশিত ফল পাওয়া নিয়েও প্রশ্ন থেকে যায় বলেও মন্তব্য করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।