
স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ ক্লাব ফুটবলে ইউরোপের সেরা আসর। আজ শুরু হচ্ছে সেই টুর্নামেন্টের নতুন মৌসুম। প্রথম দিনই অভিযান শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। স্টাম্পফোর্ড ব্রিজে তাদের প্রতিপক্ষ জেনিত। ক্রিস্তিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ইয়াং বয়েজের।
প্রিয় ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে জোড়া গোলে অভিষেক হয়েছিল পর্তুগিজ তারকা রোনালদোর। চ্যাম্পিয়নস লিগেও নিজেকে প্রমাণ করতে মুখিয়ে তিনি। ইউরোপসেরা এই লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ১৭৬ ম্যাচে ১৩৪ গোল করেছেন তিনি। ম্যানইউয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে।
অপর ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। বার্সার মাঠে মঙ্গলবার দিবাগত রাত ১টায় মাঠে নামবে তারা। দুদলের শেষবারের লড়াইয়ে ২-৮ গোলে হেরেছিল বার্সা। এবার বার্সা কোচ রোনাল্ড কোম্যান দিয়ে রাখলেন প্রচ্ছন্ন হুমকি, ‘বছরখানেকের বেশি হয়ে গেছে আর অনেকেই ভুগেছে সেই ম্যাচে। আমাদের এখন ভালো একটা দল আছে, যারা ভোগাতে পারে বায়ার্নকে। নিজেদের চেনা খেলাটা খেলেই প্রতিপক্ষকে কঠিন সময় দিতে পারি আমরা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।