ছবিতে দেখুন দিশা পাটানির মুগ্ধ করা রূপ

দিশা পাটানি

বিনোদন ডেস্ক : বলিউডে বর্তমান সময়য়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন দিশা পাটানি। নজর কাড়া ফিটনেস আর সৌন্দর্যে তিনি মুগ্ধ করে চলেছেন ভক্তদের। তবে অভিনেত্রী হওয়ার কোনো ইচ্ছা ছিল না তার। জানিয়েছেন, বিমান বাহিনীর পাইলট হওয়ার স্বপ্ন ছিল তার।

দিশা পাটানি

বাজার ইন্ডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে দিশা বলেন, ‘অভিনয় করা আমার স্বপ্ন ছিল না। আমি বিমান বাহিনীর পাইলট হতে চেয়েছিলাম এবং ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলাম। লখনৌতে কলেজে পড়াকালীন আমার এক বন্ধু একটি মডেলিং প্রতিযোগিতার কথা জানায়।

দিশা পাটানি

প্রতিযোগীদের সবাইকে মুম্বাইতে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়। মুম্বাইতে কে না যেতে চায়? আমি অংশ নেই তাতে এবং জিতে যাই। সেখান থেকে এক এজেন্সির নজরে পড়ি।

দিশা পাটানি

মডেলিং-এ ক্যারিয়ার গড়তে গিয়ে পড়াশোনা ছেড়ে দিতে হয়। মডেলিংটাকে বেঁছে নিয়েছি কারণ এটা আমাকে স্বাধীনতা দিয়েছে, নিজে আয়ে চলতে পেরেছে। পরিবারের ওপর নির্ভর করতে হয়নি।’

দিশা পাটানি

অভিনেত্রী আরও বলেন, ‘ছোটবেলায় আমার খুব বেশি বন্ধু ছিল না, কারণ আমি অনেক লাজুক ছিলাম। কথাও বলতাম না কারো সঙ্গে। আমি এখনও একই মানুষ আছি, তবে আত্মবিশ্বাসী। অভিনয়ে ক্যারিয়ার গড়া মানেই এই নয় যে সবার সঙ্গে সারাক্ষণ সম্পর্ক রাখতে হবে। নিজের স্বাচ্ছন্দ্যই আসল। আমি খুব সাধারণ মেয়ে।’

দিশা পাটানি

দিশাকে সর্বশেষ দেখা গেছে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমানের বিপরীতে। সম্প্রতি অভিনেত্রী ‘ইওধা’ ছবির শুটিং শেষ করেছেন। ছবিতে তাকে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যাবে।