জুমবাংলা ডেস্ক: ছবির মধ্যেই ঘাস-ঝোপের আড়ালেই লুকিয়ে শিকারি। কিন্তু, তার টের পাওয়ার জো নেই সম্ভাব্য শিকারের। আর টের পাবেই বা কী করে, ছবিটা দেখেও অনেকেই বুঝে উঠতে পারছেন না কোথায় লুকিয়ে শিকারিটি।
গভীর অরণ্যে জলা এলাকায় দাঁড়িয়ে চিতল হরিণ। চারপাশে শুধু ঘন ঝোপঝাড়। তার মাঝেই অবশ্য একটা স্থান থেকে অতি সাবধানে নজর রাখছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। কি, চমকে উঠলেন তো? আজ্ঞে হ্যাঁ, এই ছবিতেই রয়েছে একটি আস্ত বাঘ। স্থির দৃষ্টিতে নজর রাখছে শিকারের উপর।
সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে এই ছবিটি। অনেকেই বুঝে উঠতে পারছেন না যে ঠিক কোথায় রয়েছেন বাঘমামা। অনেকে আবার ১০ সেকেন্ড চ্যালেঞ্জও করছেন। তবে বেশিরভাগ ব্যক্তিই ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পাচ্ছেন না কোনও বাঘের অস্তিত্ব। দেখুন তো আপনি পারেন কিনা…
এখনও যদি বাঘের অবস্থান না পেয়ে থাকেন তবে জানিয়ে রাখি, ছবির উপরের বাম দিকের একটি কোনেই লুকিয়ে বাঘটি। ঝোপ-ঝাড়, পাতার আড়াল থেকে নজর রাখছে শিকারের উপর। এই ছবি থেকেই আরও একবার জঙ্গলের অন্যতম পাকা শিকারীর পারদর্শিতার একটা ধারণা পাওয়া যায়।
বাঘের গায়ের ডোরা দাগ তাকে ঘাস জমি ও ঝোপের মাঝে লুকিয়ে থাকতে বা ক্যামেফ্লাজে সাহায্য করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।