ছবি পোস্ট করে কী ইঙ্গিত করলেন শিশির

জুমবাংলা ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফেরার পর নানা কারণে আলোচনায় সাকিব আল হাসান। সুপারশপ উদ্বোধন, কলকাতা পূজামণ্ডপ প্রসঙ্গসহ নানা কারণে সমালোচনাও চলছে বিশ্বসেরা অলরাউন্ডারকে ঘিরে। তবে সেসবে কোনো প্রতিক্রিয়া জানাননি তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।

শিশির তার ভেরিফায়েড পেইজে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে একটি জাহাজ সমুদ্রে ভাসছে। কিন্তু একটি মুঠোফোন বাঁকা করে ধরে এমনভাবে জাহাজটির ছবি নেওয়া হয়েছে, যাতে মনে হচ্ছে সেটি পানিতে ডুবে যাচ্ছে! ক্যাপশনে কিছুই লিখেননি শিশির। শুধু একটি হাসির ইমোজি দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মূল ঘটনা বিকৃত করে প্রকাশ করায় একের পর এক অঘটন ঘটছে। হয়তো সেদিকেই ইঙ্গিত করেছেন শিশির।