স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইফতিখার আহমেদ ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ফরচুন বরিশালের হয়ে দারুণ সময় কাটিয়েছেন তিনি। এখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঠ মাতানোর অপেক্ষায় আছেন তিনি।
তার আগে অবশ্য নিজের ব্যাটিং কারিশমা দেখালেন ইফতিখার। বলা চলে পিএসএলের আগে অন্যান্য দলগুলোকে এক প্রকার মেসেজও দিয়ে রাখলেন তিনি। কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশোয়ার জালমির মধ্যকার এক প্রদর্শনী ম্যাচে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এক্ষেত্রে বোলার ছিলেন বিপিএল চলাকালে পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়া পেশোয়ারের বোলার ওয়াহাব রিয়াজ।
পেশোয়ারের অধিনায়ক বাবর আজম টস জিতে ফিল্ডিং নেন। ওয়াহাব তার দ্বিতীয় ওভারে আহসান আলী ও উমর আকমলকে ফিরিয়ে দারুণ শুরু এনে দেন। কিন্তু ইফতিখার শেষ ওভারে চড়াও হন। ৫০ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি।
৪২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ইফতিখার। বাকি রান করেন আর ৮ বল খেলে। তার ব্যাটে ভর করে ১৮৪ রান তোলে কোয়েটা।
6 sixes in a over by IFTI MANIApic.twitter.com/4LTTZYLJLo
— Cricket Pakistan (@cricketpakcompk) February 5, 2023
ওয়াহাবের শেষ ওভারে প্রথম ছক্কা মারেন স্কয়ার লেগ দিয়ে। পরেরটি সোজা শট খেলে। তৃতীয় ছক্কা মারেন বোলারের মাথার উপর দিয়ে। চতুর্থ বলটি অ্যারাউন্ড দ্য উইকেটে করেন ওয়াহাব। তারপরও থামাতে পারেননি ইফতিখারকে। কভার বাউন্ডারি দিয়ে বল ওড়ান। থার্ড ম্যান দিয়ে শেষ দুটি ছয় মারেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।