নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা মিরাজুল ইসলাম খান মিরাজের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (২ জুলাই) দুপুরে টঙ্গীর শরীফ মার্কেট এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খান মিরাজ লিখিত বক্তব্যে বলেন, “একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমার বাবা একজন কনস্ট্রাকশন ব্যবসায়ী। তিনি অসুস্থ থাকায় বর্তমানে আমি তার ব্যবসা পরিচালনা করছি।”
তিনি আরও জানান, পার্শ্ববর্তী বাড়ির মালিক বজলুর রহমানের বাড়ি নির্মাণে কিছু নির্মাণসামগ্রী সরবরাহ করেছিলেন তার বাবা। বর্তমানে কিছু পাওনা থাকলেও তারা সুসম্পর্ক বজায় রেখেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। পরে ওই বাড়ির তৃতীয় তলার কাজ পাওয়ার অনুরোধ করেন মিরাজ, কিন্তু বজলুর রহমান কাজটি তার নিজস্ব লোক দিয়ে করবেন বলে জানান।
ঘটনার বর্ণনায় মিরাজ বলেন, “৩০ জুন বজলুর রহমান কাকা আমাকে ডেকে পাঠালে আমি তার বাড়ির সামনে যাই। সেখানে ছাত্রলীগের দুই নেতা ও তার লোকজনের সামনে আমাকে অপমান করা হয় এবং কাজ না দেওয়ার কথা বলা হয়। আমি প্রতিবাদ করায় তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে আমি মাথায় ও শরীরে আঘাত পাই।”
মিরাজ দাবি করেন, ঘটনার পর তার পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হলেও কোনো হামলা বা ভাঙচুরে তিনি বা তার পরিবার জড়িত ছিলেন না। তিনি বলেন, “ঘটনার সময় আমি নিজ বাড়িতে অবস্থান করছিলাম। কিন্তু পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে জানতে পারি, আমাদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।”
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, “পরিকল্পিতভাবে আমাদের রাজনৈতিকভাবে হেয় করতে এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।”
সংবাদ সম্মেলনে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।