জুমবাংলা ডেস্ক : বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর রহমান জিন্নাহ’র জন্মদিনে ফেসবুকে দেওয়া একটি ভিডিও নিয়ে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে। মুহূর্তেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে। তবে ভিডিও আপলোড দেয়া শোভনের দাবি, তার চাচাকে (এম জিল্লুর রহমান জিন্নাহ) জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি ভিডিওটি পোস্ট করেন।
জানা যায়, মঙ্গলবার (১ জুন) দুপুর দেড়টায় কে এম শোভন নামের এক তরুণ ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন। ভিডিওতে তাকেই মোটরসাইকেলের পেছনে বসে পিস্তল উঁচিয়ে মহড়া দিতে দেখা যায়। শোভন জানান, ভিডিওতে দেখা যাওয়া পিস্তলটি খেলনা পিস্তল এবং এ দৃশ্য ধারণ করা হয়েছিল একটি নাটকের জন্য। কেএমভি মাল্টিমিডিয়ার প্রযোজনায় আব্দুল আউয়ালের পরিচালনায় নাটকটিতে জিল্লুর রহমান জিন্নাহ ও শোভনসহ অন্যরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ২০২০ সালের ৪ অক্টোবর ১৬ মিনিট ৮ সেকেন্ডের ‘নেতা’ নামের এ শর্টফিল্মটি ইউটিউবে আপলোড দেওয়া হয়। সেখান থেকে ১৫ সেকেন্ডের একটি ক্লিপস চাচা জিন্নাহ’র জন্মদিনে ফেসবুকে আপলোড দিয়েছেন বলে তিনি জানান।
ভিডিওটি নিয়ে প্রাথমিক তদন্ত করেছে পুলিশ। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে পিস্তলটি খেলনা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে খেলনা হলেও এ ধরনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেয়া ঠিক হয়নি।
কে এম জিল্লুর রহমানের বড় ভাই বনপাড়া পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন বলেন, আমার ভাতিজা না বুঝেই নাটকের একটা দৃশ্য ফেসবুকে পোস্ট করে শুধু শুধু হইচই ফেলে দিয়েছে। ওটা আসল পিস্তল নয়। ওদের ইউটিউবে ছাড়ার জন্য শুটিং করেছিল মাত্র।
ভিডিওটি নিজ ফেসবুক আইডিতে পোস্ট করার কথা স্বীকার করে কে এম শোভন বলেন, ওই দৃশ্য ‘নেতা’ নামের একটি নাটকের শ্যুটিং করার সময় ধারণ করেছিলেন। চাচার জন্মদিনে অন্য কোনো ছবি পাচ্ছিলেন না। তাই শুভেচ্ছা হিসেবে ভিডিওটি পোস্ট করেছেন। এতে যে এতো কিছু হবে এটা আগে ধারণা করেননি। ছাড়ার পর বুঝেছেন, এটা পোস্ট করা ঠিক হয়নি।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম জানান, পুলিশ সুপারের নির্দেশে তারা ঘটনাটির প্রাথমিক তদন্ত করেছেন। তদন্তে ভিডিওটি ‘নেতা’ নামের একটি শর্টফিল্ম থেকে নেওয়া বলে মনে হয়েছে। দেখানো পিস্তলটি প্লাস্টিকের এবং সেটাও তারা জব্দ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।