জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরায় এক নারীর গোসলের ভিডিও ধারণ ও দম্পতির অন্তরঙ্গ ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমেল সিকদারকে (২৩) আটক করেছে পুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি একই ইউনিয়নের থলপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় আট মাস আগে হিমেল সিকদার বিয়ে করেন। তবে পরিবারের সদস্যরা তার বিয়ে না মানায় তিনি মির্জাপুর ইউনিয়নপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। হিমেল সেখানে থাকাকালীন গোপন ক্যামেরায় এক তরুণীর গোসলের ভিডিও ধারণ করেন।