স্পোর্টস ডেস্ক : গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ছিল অশান্তিতে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এর শুরু। যা পরবর্তীতে সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হয়। শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানের মুখে অবশেষে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনার সরকার।
কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। ছাত্রদের আন্দোলনে নিজেদের সমর্থন জানিয়েছিলেন তারা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন রাওয়ালপিন্ডিতে। প্রথম টেস্টের আগে সেই উত্তাল দিনগুলো নিয়ে আজ (মঙ্গলবার) কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘গত বেশ কয়েক দিন আমাদের খুবই কঠিন সময় গিয়েছে। খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে সার্বিকভাবে যেই পরিস্থিতি ছিল।’
বিসিবির বোর্ডসভা বুধবার, পদত্যাগের সিদ্ধান্ত জানাতে পারেন পাপন
‘প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারব। ক্রিকেটার হিসেবে আমরা চাই যে, আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি। ’-যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।