জুমবাংলা ডেস্ক : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের লক্ষ্য ছিল দেশের সব স্তরে ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা। এ কথা অনস্বীকার্য যে একটি ন্যায়ভিত্তিক, শোষণ মুক্ত সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই।
আজ রবিবার দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জেলা আইনজীবী সমিতি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে এ সংবর্ধনা দেয়।
এ সময় বিচারপতি আরও বলেন, আমাদের সংবিধান ও আইনের চোখে সমতা, ন্যায়বিচার, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার বলা হয়েছে।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে জেলা দায়রা জজের বিচারক জিয়া হায়দার, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, অ্যাডভোকেট জাহিদ বেপারি প্রমুখ বক্তব্য দেন।
এর আগে সকালে প্রধান বিচারপতি বিচারপ্রার্থীদের জন্য আদালত চত্বরে স্থাপন করা বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন এবং বকুল ফুলের চারা রোপণ করেন। পরে তিনি আদালতের বিভিন্ন এজলাস পরিদর্শন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।