ছেলেকে নিয়ে মর্নিং ওয়াকে গিয়ে যা বললেন পরীমনি

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে প্রায়ই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন কথা বলে থাকেন। এছাড়া ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সহজেই আপডেট থাকার জন্য প্রায়ই নতুন নতুন ছবি ও ভিডিও পোস্ট করেন এ নায়িকা।

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়ের পর নিজেদের বিভিন্ন আনন্দঘন মুহূর্তও ভাগ করে নিয়েছেন তিনি। আবার সংসারের তীক্ততারও কথাও বলেছেন কখনো কখনো। তবে এসবের মাঝে পুত্রসন্তান রাজ্যের জন্মের পর তাকেই নিয়েই সব ধ্যান পরীমনির।

একমাত্র ছেলে রাজ্যের সঙ্গে বিভিন্ন খুনসুটির মুহূর্তগুলো প্রায়ই সোশ্যালে শেয়ার করে থাকেন তিনি। এবার মঙ্গলবার (২৭ জুন) ফেসবুক ভেরিফায়েড পেজে একগুচ্ছ ছবি পোস্ট করলেন এ নায়িকা। যেখানে ছেলে রাজ্যকেও দেখা গেছে ছবিতে।

দেখা যাচ্ছে একটি সরু রাস্তার একপাশে ছেলেকে কোলে নিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন পরীমনি। ছবিতে তাকে পিংক রঙের একটি স্লিভলেস টি-শার্ট ও ট্রাউজারে দেখা গেছে। আর ছেলের পরনে কালো ও হলুদ রঙের টি-শার্ট ও শর্ট প্যান্ট।

অভিনেত্রী ছবিগুলোর ক্যাপশনে লেখেছেন, ‘আকাশটা ঠিক জীবনের মতো। এত সাদা, এত নীল। এই আবার মেঘ। জীবনও তাই। কত যে রং তার…।’ এরপরই তিনি লেখেন, ‘আমরা একটু মর্নিং ওয়াকে গেছিলাম।’

রোমান্সে মাতলেন পড়শি-ইয়াশ