স্পোর্টস ডেস্ক: পৃথিবীতে আসার জন্য শীতকালের এক সকালকেই বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু তিনি শীতের মতো হিমবাহ নিয়ে বেড়ে ওঠেননি। বরং বুকে বারুদ নিয়ে জ্বলেছেন, জ্বালিয়েছেন প্রতিপক্ষকে। গতির ঝড়ে ছিন্নভিন্ন করেছেন বাইশ গজে পোঁতা স্টাম্প। কিংবা দলের চরম বিপদে ব্যাট হাতে বুক চিতিয়ে লড়েছেন।
তিনি বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকাদের একজন, টাইগার ক্রিকেটের ওয়ানডের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ১৯৮৩ সালের ৫ অক্টোবর পৃথিবীর বুকে আসা বাংলাদেশের এই তারকা জীবনের ৩৯ সায়াহ্ন পেরিয়ে চল্লিশে পা দিলেন আজ।
মাশরাফীর জন্মদিনে সবচেয়ে বড় উপহার কী? এই উত্তর খুঁজতে ক্রীড়ামোদিরা হয়ত এদিনে টাইগার জার্সিতে বাংলাদেশের জয় খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে। কিংবা হয়ত ঘরোয়া কোনো টুর্নামেন্টের শিরোপার টালি খাতাও চেক করতে পারে। কিন্তু মাশরাফী নিশ্চয়ই ক্রিকেট মাঠ নয় জন্মদিনের বড় উপহার হিসেবে বেছে নিবেন নিজেরই রক্ত সাহেল মোর্ত্তজাকে। বাবার মতো ছেলেও যে পৃথিবীতে এসেছেন ৫ অক্টোবরই।
ক্রিকেট মাঠের সবচেয়ে সফল এই অধিনায়ক যে নিজের সন্তানের মধ্যেই নিজের জন্মদিনের সেরা উপহার খুঁজে পান, সেটা সাহেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখা কিছু বিবৃতিতেই প্রকাশ পায়। আজ (৫ অক্টোবর) ৯ম জন্মদিনে পা দেওয়া সাহেলকে নিয়ে এর আগের বছরই মাশরাফী লিখেছিলেন,
‘তোর জন্মের পর আমার কেমন অনুভূতি ছিল, তা পুরোটা মনে নেই। তবে এতটুকু মনে আছে আমি আমার মনের আনন্দ সবার সামনে প্রকাশ করতে পারছিলাম না।
সম্ভবত, এটা আমার জীবনের বড় দুর্বলতার একটি। তুই এবং তোর বোন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার, এতে কোনো সন্দেহ নেই। যার জন্য মহান আল্লাহর কাছে আমি চির কৃতজ্ঞ।’
সন্তান সাহেলকে নিয়ে আজ তাই নিজের ৩৯তম জন্মদিন পালন করেছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। আরটিভি অনলাইনের পক্ষ থেকেও মাশরাফী বিন মোর্ত্তজা ও তার সন্তান সাহেল মোর্ত্তজার জন্য প্রাণঢালা অভিনন্দন এবং জন্মদিনের শুভেচ্ছা রইলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।