বিনোদন ডেস্ক : মা। এই শব্দের মধ্যেই যেন লুকিয়ে এক জাদু। মাতৃত্বের এই স্বাদ যার পেয়েছেন, তারই জানেন এই ডাকের গুরুত্ব। এমনই মানছেন সানি লিওন। তিনি লাস্যময়ী।
পুরনো অ্যাডাল্ট স্টারের তকমা মুছে তিনি এখন পুরদস্তুর নায়িকা। আইটেম ডান্সে তার জুড়ি মেলা ভার। তবে সেই সুন্দরী নায়িকাই মানছেন যে মা হওয়ার মধ্যে এক আলাদা অনুভূতি রয়েছে। ছেলেরা যখন তাকে মা বলে ডাকে, তখন তার মন গলে যায়।
দুই ছেলের জন্মদিনে সানি লিখলেন যে তোমারই আমাদের জীবনে নিয়ে এসেছো প্রচুর আনন্দ। জীবনের সবকিছুই তোমাদের ঘিরে। সানির দুই ছেলে, যারা যমজ। এক মেয়েও রয়েছে তার। যাকে দত্তক নিয়েছেন সানি ও ড্যানিয়েল। দুই ছেলের জন্মদিনে এমনভাবে মাতৃত্বের কথা জানালেন সানি।
দুই ছেলে ও মেয়েকে নিয়ে এদিন ছবি পোস্ট করেন সানি। দুই যমজ ছেলে নোয়া ও আশার খুবই মিষ্টি। কে যে বেশ মিষ্টি তা নিয়েই যেন আলোচনা শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।