বিনোদন ডেস্ক : নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল সারা ভারত। তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই প্রতিবাদ করছেন। সমাজে নারীদের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে চলছে বিভিন্ন আলোচনা। এপর্যায়ে আওয়াজ তুলেছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি ছেলে-মেয়েদের গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে সচেতন করার পরামর্শ দিয়েছেন।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, স্কুলে এখন ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য শেখানো হয়। প্রতিটা স্কুলেই কিন্তু এই শিক্ষাটা দেওয়া জরুরি। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও এই শিক্ষাটা দেওয়া দরকার।
তিনি আরও বলেন, যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে, ছেলেদেরও বোঝানো উচিত তাদের কীভাবে চলা উচিত। সম্মানের সঙ্গে বাঁচতে হলে কী কী করা উচিত আর কী করা উচিত নয়, তা এখনও বলা না হলে অনেকটা দেরি হয়ে যাবে।
ঋতুপর্ণা সেনগুপ্ত মনে করেন, ছেলেদের শেখানো উচিত নারীদের সঙ্গে কেমন আচরণ করা উচিত।
তিনি বলেন, ছেলেদের বোঝানো উচিত, তারা যেন সীমা অতিক্রম না করে। ওদের শেখাতে হবে, নারীদের কীভাবে সম্মান করতে হয়, কোন চোখে দেখা উচিত। ছেলে-মেয়ে নির্বিশেষে কারও কখনও সীমা অতিক্রম করা উচিত নয়।
অভিনেত্রী বলেন, বয়স দেখে তো অঘটন আসে না এখন। পাঁচ বছরের শিশুকন্যা বা ৭০ বছরের বৃদ্ধা, কারও কোনও নিরাপত্তা নেই। তাই নির্দিষ্ট বয়সে পৌঁছলে মেয়েকে সচেতন করব, এমন নয়। জ্ঞান হওয়ার পর থেকেই তাকে এই বিষয়গুলো নিয়ে সচেতন করা প্রয়োজন। কারণ বয়স নির্বিশেষেই অঘটন ঘটতে থাকছে।
বিয়ের মণ্ডপে ঘুমিয়ে পড়লেন কনে, ডেকে তুলতে সবার সামনে এ কী করলেন পাত্র!
দু’বছরের বাচ্চাকে দেখেও যৌন আকাঙ্ক্ষা হয়? এই সব ভেবেই আমি হয়রান হয়ে যাই। মানুষের মানসিকতা কতটা বিকৃত হলে এটা সম্ভব! সমাজটাই কতটা বিকৃত হয়ে গিয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.