জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন প্রায় দুই লাখ, প্রতি ইউনিটে পরীক্ষার সুযোগ কত

জুমবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে প্রায় দুই লাখ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছেন। মোট ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে প্রতি ইউনিটে ৪০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

১ ডিসেম্বর থেকে প্রাথমিক আবেদন নেওয়া শুরু হয়। আবেদনের শেষ দিন গতকাল রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার গিয়াস উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার গিয়াস উদ্দিন বলেন, এ ইউনিটে (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ৮৬০টি আসনের বিপরীতে ৭৬ হাজার ৮৮৭ জন, বি ইউনিটে (কলা ও আইন অনুষদ) ৭৮৫ আসনের বিপরীতে ৬০ হাজার ৯০৪ জন, সি ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ৫২০ আসনের বিপরীতে ২৩ হাজার ৩৩৫ জন, ডি ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৫৯০ আসনের বিপরীতে ৩০ হাজার ৩৫৫ জন এবং ই ইউনিট (চারুকলা অনুষদ) ৬০ আসনের বিপরীতে ২ হাজার ১৪৯ জন আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ই ইউনিট (চারুকলা অনুষদ), ১৪ ফেব্রুয়ারি ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক আবেদনকারীদের মধ্যে থেকে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাই করা ৪০ হাজার আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। যেসব আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবেন, তাঁরা ৭ শ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আরব আমিরাত