জঙ্গলে প্রেমিকের লালসার শিকার, সাহায্য চেয়ে আরও একবার ধর্ষিতা নাবালিকা

প্রেমিকের হাতেই ধর্ষিতা হয়েছে এক স্কুল ছাত্রী বলে অভিযোগ। বছর ১৬-র ওই স্কুল ছাত্রীকে একটি বাগানে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেখানে এলাকার যুবকরা আসায় প্রেমিক পালিয়ে যায়। ওই যুবককদের কাছে সাহায্য চেয়েছিল মেয়েটি। কিন্তু ওই যুবকরা তাকে সাহায্য করার বদলে গণধর্ষণ করে বলে অভিযোগ। বাংলাদেশের আটোয়ারী থানা এলাকার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে।

প্রতীকী ছবি

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোনে কথার সূত্রে ওই স্কুলছাত্রী সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’ গড়ে ওঠে মহম্মদ হাসান (২৫) নামের এক যুবকের। ঘুরতে যাওয়ার কথা বলে শনিবার পঞ্চগড় শহরে সে ডেকে নিয়ে আসে ওই ছাত্রীকে। বেড়াতে যাওয়ার কথা বলে ওই নাবালিকাকে একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে হাসান। সেই সময়ে একটু দূরে মোটরসাইকেল নিয়ে পাহারায় ছিলেন হাসানের বন্ধু মহম্মদ রাজু। হাসান বাগানের বাইরে রাস্তায় কেউ আছে কি না দেখতে গেলে তাকে দেখে ফেলে সুরজ নামের স্থানীয় একজন। তিনি কৌতূহলবশত ঢুকে পড়েন বাগানে। তাঁরা বাগানে কী করছিলেন তা ওই ছাত্রীর কাছে জানতে চান। এদিকে তাকে দেখে সেখান থেকে পালিয়ে যায় হাসান ও রাজু। বিপাকে পড়ে সুরজের কাছে সাহায্য চায় সাহায্য চায় মেয়েটি। সে তাকে সাহায্য করার জায়গায় কুপ্রস্তাব দেয়।

ওই নাবালিকা রাজি না হওয়ায় তাকে ভয় দেখিয়ে ফোন করে ডেকে নিয়ে আসে আমিনুল ইসলাম ওরফে ডিপজল ও অমরকে। আমিনুল ও অমরকে তাড়াহুড়া করে বাগানে যেতে দেখে তাঁদের পিছু নেয় সাইফুল ইসলাম ও নজরুল ইসলাম। পরে তারা একে একে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপরে রাস্তায় এনে মেয়েটিকে ছেড়ে দিয়ে তারা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রাজু এবং সাইফুলকে। তারা এবং ওই স্কুলছাত্রী সোমবার আদালতে জবানবন্দি দিয়েছে।

আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল উদ্দিন জানান, শনিবার ওই মেয়েটি বাসে তেঁতুলিয়া থেকে এসেছিল পঞ্চগড়। এদিকে রাজুকে সঙ্গে নিয়ে সেখানে আসে হাসান। তারপরে সন্ধ্যায় হাসান ও রাজু মেয়েটিকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে নিয়ে আসে আটোয়ারী উপজেলার ভারত সীমান্তঘেঁষা পুরাতন আটোয়ারী-বন্দরপাড়া এলাকার নির্জন বাগানে। সেদিনই গণধর্ষণ করা হয় তাকে। এর পরদিন তার বাবা আটোয়ারী থানায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেইদিনই রাজু এবং সাইফুলকে গ্রেফতার করা হয়। অন্য পাঁচজনের খোঁজ চলছে বলেও জানান ওই পুলিশ আধিকারিক। এদিকে আটোয়ারীর ওই বাগানের এলাকায় নানা অসামাজিক কাজ হয় বলেও অভিযোগ।