জুমবাংলা ডেস্ক : জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচই আগস্টের মতোই পরিণতি হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসময় তারেক রহমান বলেন, রাজনৈতিক দল, দলের কর্মী বা নেতারা যদি জনবিছিন্ন হয়, দেশের বিরুদ্ধে কাজ করে তার পরিণতি কি হয় আমরা পাঁচই অগাস্ট দেখেছি। পাচই অগাস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। ৫ই অগাস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দলকে স্বার্থপর হতেই হবে। কোন ব্যক্তির কারণে, কোন কর্মীর কারণে, কোন নেতার কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা তাকে ওউন করতে পারবো না। কেননা আমরা অনেক ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে আজ এখানে এসেছি।
নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, নিজের স্বার্থে যদি কেউ এমন কিছু করে যা দলের স্বার্থকে আঘাত করে, তাহলে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না।
১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আওয়ামী লীগ
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel