বিনোদন ডেস্ক: পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ দেব মারা গেছেন। অনেকদিন ধরেই শ্বাসকষ্ট-জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সঙ্গে ছিল কিডনির সমস্যা। অবশেষে শনিবার (৩০ জানুয়ারি) ভোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মৃত্যুকালে ইন্দ্রজিতের বয়স হয়েছিল ৭৩ বছর।
চমৎকার উচ্চারণ, বাচনভঙ্গি, সুদর্শন আর স্টাইলিশ ছিলেন তিনি। ছিলেন শক্তিমান অভিনেতাও। পশ্চিম বাংলার মঞ্চ, সিনেমা কিনবা টিভি সবখানেই ছিলেন সমান জনপ্রিয়।
ডিডি বাংলার ‘তেরো পার্বণ’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন ইন্দ্রজিৎ। এরপর টলিউডের বহু বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেন তিনি। অনেক বাংলা ছবি ও ধারাবাহিকে অভিনয় করেন তিনি। ‘করুণাময়ী রাণী রাসমণী’ ধারাবাহিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


