বিনোদন ডেস্ক : বক্স অফিসে বর্তমানে তিনশো কোটির উপরে ব্যবসা করেছে ‘পুষ্পা’। একসময় এই ছবিতে ‘না’ বলেছিলেন দক্ষিণী থেকে বলিউডের এই তারকারা। দেখুন কারা কারা-
ভারতের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি ‘পুষ্পা’। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে সুকুমার পরিচালিত এই ছবি। শুধু তেলুগু নয়, একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। কিন্তু জানেন কী, এই সুপার হিট ছবিতে ‘না’ করেছেন একাধিক নামী দামী তারকারা।
বিগত কয়েক বছর আগে মহেশ বাবুর সঙ্গে সুকুমারের একটি ছবি করার কথা নিয়ে গুঞ্জন রটেছিল। জানা যায়, দু’জনের মধ্যে কথাবার্তা চললেও কিছুই হয়নি। এখন, রিপোর্টগুলি বলছে, সুকুমার আল্লু অর্জুনের কাছে যাওয়ার আগে পুষ্পার স্ক্রিপ্ট মহেশ বাবুর কাছে নিয়ে গিয়েছিলেন। রিপোর্টে উঠে আসছে, মেকওভার করতে এবং নেগেটিভ শেডের চরিত্রে অভিনয়ে আগ্রহী ছিলেন না মহেশ বাবু। তাই তিনি ছবির জন্য ‘না’ বলেছিলেন।
‘পুষ্পা’এর সবচেয়ে প্রশংসিত চরিত্রগুলির মধ্যে একটি শ্রীবল্লী। যেই চরিত্রে অভিনয় করেছেন রাশ্মিকা মান্ধানা। জানা গেছে, শ্রীবল্লীর জন্য সুকুমারের প্রথম পছন্দ ছিল সামান্থা রুথ প্রভু। সামান্থা রাম চরণ অভিনীত সুকুমারের আগের প্রজেক্ট ‘রঙ্গস্থলামে’ নক-আউট পারফরম্যান্স করেছিলেন। সামান্থা অবশ্য অজানা কারণে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু ছবির জনপ্রিয় আইটেম গান ‘ও আন্তাভা’তে দেখা মিলেছে অভিনেত্রীর।
সামান্থার আগে ছবির জনপ্রিয় আইটেম গান ‘ও আন্তাভা’-এর জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল দিশা পাটানি। সামান্থা তার দশকের দীর্ঘ ক্যারিয়ারে একটিও আইটেম নাম্বারে নাচ করেননি। নির্মাতারা দিশাকে আনার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে প্রস্তুত ছিলেন। কিন্তু অজানা কারণে দিশা এই গানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
‘পুষ্পা’-এর শ্যুটিংয়ের সময় নোরা ফাতেহির নাম বিখ্যাত ‘ও আন্তাভা’ গানের জন্য বিবেচনা করা হয়েছিল। কিন্তু এ বিষয় নোরার টিমের সঙ্গে যোগাযোগ করা হলে, অভিনেত্রী নাকি মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন গানের জন্য। তাই, সুকুমার তার মন পরিবর্তন করে সামান্থার কাছে যান।
ফাহাদ ফাসিলকে ‘পুষ্পা’এ ভয়ঙ্কর ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে দেখা মিলেছে। তবে এই চরিত্রের জন্য বিজয় সেতুপতি নাকি প্রথম পছন্দ ছিল নির্মাতাদের। বিজয় সেতুপতি শহরের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন। নিজের টাইম শিডিউডের জন্য এই ছবির কাজ হাতছাড়া করেছিলেন অভিনেতা। তারিখের সমস্যার কারণে সেতুপতি প্রকল্পটি প্রত্যাখ্যান করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।