জান্নাতুন নাঈম প্রীতি : ঢাকার মেয়র সাঈদ খোকন বলেছেন ডেঙ্গু ছেলেধরার মতোই গুজব। আমার মনে আছে আমি যখন ছোট তখন একটা ঘটনায় প্রবল খুশি হয়েছিলাম। যুদ্ধবাজ আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের দিকে আল জায়েদি নামের একজন সাংবাদিক একটা জুতা ছুড়ে মেরেছিলেন। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এ রকম সিচুয়েশনে এ রকম মিথ্যাবাদী একজন মেয়রের দিকে আমি জুতাই ছুড়ে মারতাম।
উপস্থিত একজন সাংবাদিকেরও কি এই ইচ্ছা করেনি? একটা দেশের মানুষের ন্যূনতম সিকিউরিটি নেই, বন্যায় মানুষ মরবে, মশার কামড়ে মরবে, শেয়ার বাজারে ২৭ হাজার কোটি টাকা উধাও হবে, দুধে এন্টিবায়োটিক, খাদ্যে ভেজাল, ট্রেনে উঠলে দেখা যাবে ট্রেন যে ব্রিজ দিয়ে যাবে সেই ব্রিজে তাদের দুর্নীতির কারণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারে ভেঙে পড়ে, ছেলেমেয়েরা কোনো আন্দোলন করলে ন্যায্য দাবি করলেও সেটাকে তারা বলবেন ‘গুজব’!
এ রকম ফালতু, অকর্মা খোদার খাসি মার্কা মেয়র আমরা নিজেদের টাকায় কেন পালবো? আমাদের ট্যাক্সের টাকায় এ রকম বেহায়া বেলাজ মেয়র কীভাবে নিয়োগ পান? জনাব সাঈদ খোকন, মাইন্ড ইউর ল্যাংগুয়েজ। নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন না, একটা হাসপাতালে জায়গা নেই, বেসরকারি হাসপাতালে একটা বেড ফাঁকা পেতে খুঁজে খুঁজে মানুষ হয়রান হয়ে যাচ্ছে বাসের মধ্যে মানুষ মরে যাচ্ছে ডেঙ্গুতে, আর আপনি আমাদের মৃত্যুকে গুজব বলেন? এই চেহারা নিয়ে মানুষের সামনে দাঁড়ান কীভাবে? লজ্জা করে না আপনার?
প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। জুম বাংলা নিউজ-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য জুম বাংলা নিউজ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।