জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে নির্বাসিত প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের জন্মদিন আজ। ১৯৬২ সালের ২৫ আগস্ট ময়মনসিংহে তার জন্ম। নব্বইয়ের দশকে উগ্রপন্থীদের প্রাণনাশের হুমকির মুখে তিনি দেশ ছেড়েছিলেন। এরপর আর দেশে ফেরা হয়নি।
তসলিমার ৬০তম জন্মদিন কাটছে ভারতে। এই বিশেষ দিনে সোশ্যাল সাইটের মাধ্যমে এই লেখিকাকে শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা। তসলিমাকে তার নিজের দেশে ফিরতে দেওয়ার দাবিও উঠছে।
জন্মদিনে ভারতীয় একটি দৈনিককে দেওয়া সাক্ষাতকারে তসলিমা বলেছেন, ‘গত ৩০ বছর ধরে প্রাণনাশের হুমকি পাচ্ছি। এগুলো নিয়েই তো বেঁচে আছি। তবে ভয় যে পাই না, তা নয়। এখন কথা হচ্ছে, ভয় পেয়ে গুটিয়ে থেকে স্বাভাবিক জীবনযাপন, লেখালিখি বন্ধ করে দেওয়ার তো কোনো মানে হয় না। ভয়ে লেখা বন্ধ করে দেওয়া মানে তো মৃত্যুরই সমান। তাই সতর্ক থাকি। সাবধানে থাকার চেষ্টা করি। ‘
এদিকে সোশ্যাল সাইটে তসলিমাকে দেশে ফিরতে দেওয়ার দাবি জানিয়েছেন ভক্তরা। তাদের বক্তব্য, সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে। তাই বলে কাউকে নিজের বাড়ি ছাড়া, দেশ ছাড়া করা উচিত নয়। তসলিমা নিজেও মাঝেমধ্যেই সোশ্যাল সাইটে নিজের বাড়ি ময়মনসিংহে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছেন। কিন্তু এদেশে আসার অনুমতি তাকে দেওয়া হয় না। তার নির্বাসিত নিঃসঙ্গ জীবন কাটছে পোষা বেড়াল মিনু এবং কিছু বন্ধুবান্ধবের সাথে।
নির্বাসন তুলে নিলে তিনি কলকাতা ফিরতে চান বলে জানিয়েছেন। তসলিমা বলেছেন, ‘সবার আগে কলকাতায় যাব। কলকাতা আমার প্রিয় শহর। বাংলাদেশ এখনও আমার জন্য নিরাপদ নয়। পশ্চিমবঙ্গ আমার জন্য সুরক্ষিত বলে মনে করি। কলকাতা থেকে আমাকে বিতাড়িত করা হয়েছিল রাজনৈতিক কারণে। তবে আমি জানি, এ জীবনে বয়কট তুলে নেওয়া হবে না। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।