জন্মদিনে সুখবর দিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর
বিনোদন ডেস্ক : দেশ জুড়ে রঙের উৎসবের প্রাক্কালে 6 ই মার্চ পায়ে পায়ে পৃথিবীর বুকে ছাব্বিশটি বসন্ত কাটিয়ে ফেললেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। তাঁর মা শ্রীদেবী (Sridevi)-র অকালপ্রয়াণের পর থেকে এই দিনটি অনাথ আশ্রমের শিশুদের সাথে সেলিব্রেশন করেন জাহ্নবী। ভিডিওতে দেখা যায়, তিনি প্রথমে মাকে স্মরণ করেন। তারপর জন্মদিনের কেক কাটেন। চলতি বছরের জন্মদিনে জাহ্নবী শেয়ার করেছেন সুখবর। বলিউডের গন্ডি ছাড়িয়ে প্রথমেই সর্বভারতীয় ফিল্মে অভিনয় করতে চলেছেন জাহ্নবী।
জন্মদিনের সকালে জাহ্নবী শেয়ার করেছেন তাঁর প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম ‘এনটিআর 30’-র পোস্টার। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন এনটিআর জুনিয়র (NTR Junior)। কোরাতলা শিবা (Koratala Shiva)-র পরিচালনায় তৈরি ‘এনটিআর 30’-র পোস্টারে জাহ্নবীকে দেখা যাচ্ছে দক্ষিণী গ্রাম্য মেয়ের পোশাকে। নদীর তীরে বসে রয়েছেন তিনি। খোলা রয়েছে চুল। কপালে ছোট্ট টিপ। পরনে রয়েছে গোলাপি রঙের চোলি ও অফ হোয়াইট লেহেঙ্গা। ওড়নাটি গ্রে রঙের। কোলে রয়েছে পোষ্য। ‘এনটিআর 30’-র পোস্টারে লেখা রয়েছে ঝড়ের আগে শান্ত পরিবেশের কথা। পোস্টারটি শেয়ার করে জাহ্নবী লিখেছেন, অবশেষে এই ফিল্ম তৈরি হতে চলেছে। জুনিয়র এনটিআর, জাহ্নবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁকে ওয়েলকাম করেছেন।
View this post on Instagram
সাম্প্রতিক কালে বনি কাপুর (Boni Kapoor)-এর প্রযোজনায় তৈরি ফিল্ম ‘মিলি’-তে দেখা গিয়েছে জাহ্নবীকে। ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশের ছয় বছরের মাথায় বনির সাথে প্রথম কাজ করলেন জাহ্নবী। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যা তিন কোটি ছুঁয়ে ফেলেছে।
প্রসঙ্গত, মেয়ের জন্মদিনের মাত্র কয়েকদিন আগে দুবাইয়ের বিলাসবহুল হোটেলের বাথটাবের জলে ডুবে প্রয়াত হয়েছিলেন শ্রীদেবী। সেই সময় জাহ্নবী মানসিক ভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন।
১৯৭৪ সালের ১ টাকা থাকলে যত টাকা পাবেন আপনি, জেনে নিন বর্তমান সময়ের দাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।