শিশুরা জন্মের পর শুধু মায়ের বুকের দুধই খায়। তাই দাঁতের দরকার হয় না। ছয় বা আট মাস পর জাউভাত, নরম খিচুড়ি প্রভৃতি খেতে পারে। ওই সময় প্রথম দাঁত ওঠে। একটু বড় হলে শিশুদের সেই দাঁত পড়ে যায় এবং স্থায়ী দাঁত ওঠে।
শুধু মানুষই নয়, স্তন্যপায়ী প্রাণীদের অধিকাংশই একই ধারা অনুসরণ করে। ওরা দাঁত ছাড়া জন্মায় ও পরে প্রথমে দুধদাঁত এবং মায়ের দুধ খাওয়া বন্ধ হলে স্থায়ী দাঁত। মানুষের প্রথমে ওপর ও নিচের পাটি মিলিয়ে ১৪ জোড়া, মানে ২৮টি দাঁত থাকে।
পরে ২০-২২ বছর বয়সে আরও ৪টি ‘আক্কেল’ দাঁত ওঠে। এ সময় বেশ যন্ত্রণা হয়। বলা হয় শিশু বড় হওয়ার প্রক্রিয়ায় ‘আক্কেল’ হলে বা জ্ঞানগম্যি হলে আরও ৪টি দাঁত ওঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।