জুমবাংলা ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলার ফকিরপাড়া গ্রামের সহদর বড় ভাইয়ের সাথে জবাই জবাই খেলতে গিয়ে পাঁচ বছর বয়সী শিশু তৌহিদ সরকারের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে ধুনট থানায় সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এ তথ্য জানিয়েছেন।
গত শুক্রবার সকাল ১১টায় উপজেলার ফকিরপাড়া গ্রামের শয়ন ঘরে শিশু তৌহিদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত তৌহিদ সরকার মালয়েশিয়া প্রবাসী আব্দুল গফুর সরকারের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বলেন, শিশু তৌহিদ সরকারের পিতা আব্দুল গফুর মালয়েশিয়া প্রবাসী। শুক্রবার সকালে তৌহিদ সরকারের দাদা বাড়ির অদূরে জমিতে কাজ করছিলেন। তার মা দুলালী খাতুন বাড়ির সামনে গো খাদ্য ঘাস কাটছিলো এবং বোন সুরভী খাতুন বাড়ির পাশে পুকুরের পানিতে কাপড় পরিষ্কার করছিলো। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শিশু তৌহিদ সরকার (৫) তার সহদর বড় ভাই সজিব সরকার (৮) নিজেদের শয়ন ঘরে জবাই জবাই খেলছিলো। এক পর্যায়ে সজিব ধারালো বটি দিয়ে ছোট ভাই তৌহিদ সরকারের গলায় ধরে গরু জবাই কিভাবে করে দেখাতে যায়। এ সময় অসাবধানতাবসত গলা কেটে তৌহিদ সরকারের মৃত্যু হয়।