জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চার বছরের জন্য তাকে গতকাল (২৭ নভেম্বর) এই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করেন।
যোগদান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান তাকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া।
এছাড়াও নতুন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক ও জবি কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
অধ্যাপক কামালউদ্দীন আহমদ জামালপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইংরেজী বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজের অধ্যাপক (চুক্তিবদ্ধ) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।