পুলিশ ও নিহতের পরিবার জানায়, টাঙ্গারিয়াপাড়া গ্রামের নিহত ফজিলা খাতুনের ৩ ভাই পৈতৃক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমি বিক্রি করতে চাইলে একই গ্রামের আলিফ নামে এক যুবক তার পছন্দের ক্রেতার কাছে কমমূল্যে ওই জমি বিক্রয়ের জন্য চাপ দেয়। এতে ফজিলার ৩ ভাই জমি বিক্রি করতে অস্বীকৃতি জানান।
সেই আক্রোশে ২৯ মার্চ সোমবার ভোরে আলিফ ও হানিফের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ৩ ভাইকে না পেয়ে তাদের বোন ফজিলাকে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে তলপেটে উপর্যুপরি লাথি মেরে আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করলে বুধবার সকাল সাড়ে ১০টায় ফজিলা মারা যান। পরে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.