স্পোর্টস ডেস্ক: জয় দিয়েই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ দল। সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে নিজেদের প্রথম ম্যাচে হারালেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হারে টাইগাররা। অবশ্য আজ তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে এক হার ও দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাকিবের দল।
এই জয়ে সেমিফাইনালের আশা টিকে রইল বাংলাদেশ দলের। বাংলাদেশের পরবর্তী ম্যাচদুইটি ভারত ও পাকিস্তানের সঙ্গে। শেষ চারে খেলতে হলে টাইগারদের অবশ্যই জয় পেতে হবে ম্যাচগুলোতে। তবে সাকিবদের সমীকরণটা সহজ করে দিতে পারে ভারত।
আজ দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে ভারত পয়েন্ট টেবিলের প্রথম স্থানে আর দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে রয়েছে। ম্যাচটিতে যদি ভারত জিতে যায় তাহলে টেবিলে তাদের অবস্থান আর শক্ত হবে। সে সঙ্গে রান রেটে পিছিয়ে যাবে প্রোটিয়ারা।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে পাকিস্তান। সেমিফাইনালের খেলতে হলে অবশ্যই জিততে হবে বাবরদের। সে সঙ্গে আজ হারতে হবে দক্ষিণ আফ্রিকাকেও। আজ ভারত জিতলে পাকিস্তানের সেমির সম্ভাবনা তৈরি হবে! প্রোটিয়াদের বিপক্ষে জয়ে সেমির দ্বারপ্রান্তে চলে যাবেন রোহিত-কোহলিরাও।
জিম্বাবুয়ের কাছে ১ রানে হারেই পাকিস্তানের সেমির পথটা অনিশ্চিত হয়ে গেছে। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে প্রথম ধাক্কাটা খেয়েছিলেন বাবর আজমরা। টানা দুই হারের পর এখন শুধু নিজেদের অবশিষ্ট ম্যাচগুলো জিতলেই হবে না, এর হার কিংবা তার জয় কামনায়ও ব্যস্ত থাকতে হবে পাকিস্তানের।
তাই নিজেদের স্বার্থেই আজ সব শত্রুতা ভুলে প্রতিবেশীর জয় কামনা করবে পাকিস্তান। আজ যদি ভারতের কাছে প্রোটিয়ারা হেরে যায় এবং পাকিস্তান তাদের অবশিষ্ট তিনটি ম্যাচ জিতে যায়, তখন তাদের পয়েন্ট হবে ৬। দক্ষিণ আফ্রিকার হবে ৫।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।