আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জি কিশান রেড্ডি বলেছেন, জম্মু কাশ্মিরে অবস্থিত বিমান ঘাঁটিতে হামলার দায় পাকিস্তান এড়াতে পারে না পাকিস্তান। গত ২৬ জুন মধ্যরাতে সেখানে ড্রোন হামলা হয়েছিলো।
তিনি দাবি করেন, ‘সীমান্তে ড্রোনের মাধ্যমে একে-৪৭ রাইফেল ও মাদকদ্রব্য সরবরাহ করে আসছে পাকিস্তান। ভারতের সঙ্গে দেশটির বিশাল সীমান্ত। আমাদের সেনারা অগণিত ড্রোন ইতিমধ্যে ভারতে প্রবেশের আগেই ভূপাতিত করেছে। ড্রোনে যেসব তথ্য ছিলো তাও নিষ্ক্রিয় করা হয়েছে। আমাদের সেনারা এসব কার্যক্রম অব্যাহত রাখবে।’
বিমান ঘাঁটিতে ড্রোন হামলা প্রসঙ্গে জি কিশান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছে। কিন্তু এই ঘটনার জন্য পাকিস্তান কোনোভাবেই দায় এড়াতে পারে না। তবে এই ঘটনা সেনাদের নতুন কর্ম পরিকল্পনা হাতে নিতে উদজীবিত করেছে। ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মিরে এই ঘটনার কোনো প্রভাব পরেনি। সেখানে শান্তি বিরাজমান। পাকিস্তান অনেক চেষ্টা করলেও সেখানে অশান্তি সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


