আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মুর বেশ কিছু এলাকায় নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার জম্মুর দোদা, কিস্তওয়ার, রম্বন, রাজৌরি ও পুঞ্চ জেলায় মোবাইল ফোন সেবা চালু করে দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, ধীরে ধীরে জম্মুর রাস্তায় গাড়ি চলাচল বাড়ছে, বাড়ছে অফিসে হাজিরাও।
রাজ্যপাল সত্যপাল সিংহ জানিয়েছেন, কাশ্মীরে ১১১টি পুলিশ স্টেশনের ৮১টিতে দিনের বেলা নিরাপত্তার কড়াকড়ি শিথিল করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
এই পরিস্থিতিতে কাশ্মীরে পা রাখতে চলেছেন সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরি। সকালে ইয়েচুরি দিল্লি থেকে শ্রীনগর বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন।
এর আগে বুধবার কাশ্মীরে গ্রেফতার হওয়া সিপিএম নেতা ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করার বিষয়ে সীতারাম ইয়েচুরি সুপ্রিম কোর্টের সম্মতি পান।
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই কাশ্মীরে অশান্তি এড়ানোর জন্যে নিরাপত্তার কড়াকড়ি বাড়ায় কেন্দ্র। উপত্যকায় কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। জারি হয় কারফিউ। রাশ টানা হয় সংবাদমাধ্যমে।
গ্রেফতার করা হয় কাশ্মীরের প্রায় ৪০০ নেতাকে। তাদের মধ্যে ইউসুফ তারিগামিও ছিলেন। গত ৯ অগস্ট তার সঙ্গে দেখা করতে গেলে শ্রীনগর বিমানবন্দর থেকে সীতারাম ইয়েচিুরকে ফিরিয়ে দেওয়া হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে সেবার শ্রীনগর শহরে পা রাখতে দেওয়া হয়নি।
এরপর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীনগরে যায়। সে দলে ইয়েচুরি ছিলেন। তখনও তিনি তারিগামির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপরেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ইয়েচুরি জানান, তার দলের আড়াই দশকের বিধায়কের স্বাস্থ্য নিয়ে তিনি উদ্বিগ্ন।
বুধবার বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ জানান, শ্রীনগর যেতে পারবেন ইয়েচুরি। কিন্তু সেখানে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।