নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর থানায় পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে এসে ধরা পড়েছেন তানিয়া (২৭) নামের এক ভুয়া নারী পুলিশ। শনিবার (৫ জুলাই) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয় এবং রিমান্ডের আবেদন করা হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে জয়দেবপুর থানায় এ ঘটনা ঘটে। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের আবু তালেবের মেয়ে।
স্থানীয়দের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, তানিয়া দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। নিজের ফেসবুক আইডিতে পুলিশের ইউনিফর্ম পরা নানা অ্যাঙ্গেলের ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করতেন তিনি। তানিয়া বিবাহিত এবং এক ছেলের জননী।
জানা গেছে, পাওনা টাকা আদায়ের জন্য থানায় গিয়ে বোরকার নিচে পুলিশের পোশাক পরে প্রবেশ করেন তানিয়া। নিজেকে উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে এক কনস্টেবলকে ‘স্যার’ বলেও সম্বোধন করেন তিনি। কথাবার্তার ভঙ্গি ও আচরণ সন্দেহজনক মনে হলে থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করেন। তখনই ধরা পড়ে যায় তার ভুয়া পরিচয়।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম জব্দ করা হয়। এরপর তানিয়ার বাসায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ইউনিফর্মসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি তৌহিদ আহমেদ বলেন, “তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথায় পেয়েছে, কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কি না—এসব খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।