জুমবাংলা ডেস্ক: নারীর ক্ষমতায়নে সরকার নানা কর্মসূচি বাস্তবায়নের ফলে সব ক্ষেত্রে এখন নারীরা এগিয়ে যাচ্ছে। জয়টুরহাটে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ যেখানে সীমিত ছিল, সেখানে বর্তমানে জেলায় খেলাধুলায় মেয়েদের এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করছেন নারী রেফারিরা। নারীদের যে কোনো খেলাধুলায় এখন নারী রেফারিরা পরিচালনা করে থাকেন।
জেলার নারী রেফারিদের সঙ্গে কথা বলে জানা যায়, লেখাপড়ার পাশাপাশি তারা খেলাধুলা করতেন। সেখান থেকে খেলাধুলা পরিচালনা করতে রেফারিতে আসার আগ্রহ সৃষ্টি হয়। জেলা ফুটবল রেফারি সমিতি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং খেলাধুলা পরিচালনা করার সুযোগ করে দেয়। বর্তমানে জয়পুরহাট স্টেডিয়ামে আয়োজিত নারীদের যে কোনো খেলাধুলা পরিচালনা করে থাকেন এই নারী রেফারিরা।
নারী রেফারিরা খেলা পরিচালনা করার কারণে বর্তমানে নারী খেলোয়াড়রা স্বছন্দে খেলাধুলা করতে পারে। জয়পুরহাটের নারী রেফারিরা হচ্ছেন মাহফুজা রাহাত, সোনিয়া আক্তার, তানিয়া আক্তার, স্বপ্না চৌহান ও সহযোগী রেফারি লতা খাতুন। জয়পুরহাট স্টেডিয়ামে সদ্য সমাপ্ত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের নারীদের ফুটবল খেলা দাপটের সঙ্গে পরিচালনা করলেন নারী রেফারিরা।
মাহফুজা রাহাত ইতোমধ্যে ঢাকার মাঠেও ফুটবল খেলা পরিচালনা করেছেন। মাহফুজা রাহাত জয়পুরহাট সরকারি কলেজে বাংলায় অনার্স ২য় বর্ষে লেখাপড়া করেন। খেলাধুলাকে ভালোবাসা থেকে রেফারিতে যোগদান করার কথা জানান সোনিয়া, তানিয়া ও স্বপ্না চৌহান। তারা জানান, স্কুলে থাকা অবস্থায় ফুটবলসহ নানা খেলাধুলায় অংশগ্রহণ করে কৃতত্ব অর্জন করেন। সেখান থেকে রেফারিতে আসা।
নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের নানা কর্মসূচি বাস্তবায়নের ফলে নারীরা এখন এগিয়ে যাচ্ছে বলে জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবু মহী উদ্দিন বলেন, যেখানে নারীরা ঘর থেকেই বের হতো না, সেখানে খেলাধুলা করা তো অনেক দূর। নারীবান্ধব বর্তমান সরকারের নানামুখী কার্যক্রমের ফলে ছেলেদের পাশাপাশি মেয়েরা এখন খেলাধুলাসহ নানা কাজে অনেক এগিয়ে রয়েছে বলেও জানান তিনি।
জয়পুরহাটের খেলাধুলায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নারী রেফারিরা বিশেষ ভূমিকা পালন করছেন বলে জানান জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারি সমিতির সভাপতি মোহাম্মদ নূরে আলম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।