
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন কেরির সবেমাত্র শেষ হওয়া সফরের সরব প্রশংসা করে আমেরিকার এক শীর্ষ আইন প্রণেতা বলেছেন, নয়াদিল্লী হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অংশীদার। খবর পিটিআই’র।
শুক্রবার এক টুইটার বার্তায় কংগ্রেসম্যান ফ্রাঙ্ক পলন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে কেরি বিশ্বব্যাপী ক্ষতিকর রশ্মির নিঃসরণ হ্রাসের লক্ষ্য পূরণের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতা বিষয়ে আলোচনা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেছেন।’
তিনি ওই টুইটার বার্তায় বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ভারত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং প্রেসিডেন্ট বাইডেনের আর্থ ডে সামিটে এ দেশের অংশগ্রহণকে স্বাগত জানানো হবে।’
সিনেটর এড মার্কি ভারতের ব্যাপারে একই ধরনের অভিমত ব্যক্ত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।