উপজেলা প্রতিনিধি,জাজিরা: স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুর জাজিরা উপজেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ‘২০২৩। এতে প্রযুক্তিগত ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছে এসডিএস এর সমন্বিত কৃষি ইউনিটের আওতাধীন প্রাণিসম্পদ খাত।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় প্রানিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেলের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার, ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার আকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) লাইলাতুল হোসাইনসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা তাদের খামারের গরু, ছাগল, হাঁস-মুরগী, কবুতর সহ বিভিন্ন প্রজাতির পশুপাখি নিয়ে অংশগ্রহণ করেন। এতে অন্যান্য খামারিদের সাথে সমন্বিত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত), এসডিএস-এর জাজিরা শাখা অংশগ্রহণ করে। মেলায় সকলের অংশগ্রহণে ৩০টি প্রদর্শনী স্টল বসানো হয়। প্রদর্শনী শেষে বিকাল ৫টায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রযুক্তিগত ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে এসডিএস এর সমন্বিত কৃষি ইউনিট আওতাধীন প্রাণিসম্পদ খাত।
দিনব্যাপী আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার বিষয়ে জাজিরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা বিভিন্ন প্রজাতির পশুপালন বিষয়ে প্রতিনিয়ত সাফল্য লাভ করে চলেছি। ইতিমধ্যে হাঁস মুরগী ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনের প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। প্রাণিসম্পদের এই প্রদর্শনী মানুষের মধ্যে পশু পালনে আগ্রহ সৃষ্টি এবং বিভিন্ন পশু-পাখি সম্পর্কে একটি সম্যক ধারণা পেতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।সর্বোপরি; যারা এই মেলায় অংশ নিয়েছে তাঁদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।