জুমবাংলা ডেস্ক: স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় তার ১৫ মিনিটের এ ভাষণ শুরু হয়।
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ (ভিডিও)
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে তার ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।
প্রধানমন্ত্রী তার ভাষণে বঙ্গবন্ধুর অবদান ও গত ৫০ বছরের অর্জনের চিত্র তুলে ধরেন।
প্রসঙ্গত দেশ জুড়ে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনব্যাপী চলছে বিশেষ আয়োজন ‘মুজিব চিরন্তন’। এতে অংশ নিচ্ছেন পাঁচ দেশের রাষ্ট্রপ্রধান।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool